চুলের যত্নে সরিষার তেল ও মেহেদি-চুলের ৭ টি উপকারিতা জানুন

চুলের যত্নে সরিষার তেল ও মেহেদী প্রত্যেকটি মানুষের চুলের যত্ন ও চুলের সৌন্দর্য পছন্দ করে আর চুলের জন্য তেল ব্যবহার করা যেমন উপকারী। ঠিক তেমনি মেহেদী পাতা চুলের যত্নে ও চুলের স্বাস্থ্য      

চুলের-যত্নে-সরিষার-তেল-ও-মেহেদি

 রক্ষার্থে প্রচুর পরিমাণে উপকার করে থাকে। মেহেদী পাতা ও সরিষার তেল চুলের জন্য কতটা উপকারী আজকের আর্টিকেলে আমরা চেষ্টা করব সম্পূর্ণটা তুলে ধরতে। আশা করি আজকের আর্টিকেলটা পড়ে আপনারা উপকৃত হবেন। তাই চলুন দেরি না করে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে থাকি।

সূচিপত্রঃ চুলের যত্নে সরিষা তেল ও মেহেদী

চুলের যত্নে সরিষা তেল ও মেহেদী

চুলের যত্নে সরিষা তেল ও মেহেদী সরিষার তেল ও মেহেদী চুলের যত্নে দুটোয় উপকারী উপাদান সরিষা তেল চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায় চুলের ঘনত্ব বৃদ্ধি করে। চুলের স্বাস্থ্য রক্ষা করে অন্যদিকে মেহেদী চুলের খুশকি দূর করে চুলের গোড়া মজবুত করে। চুল লম্বা করতে সাহায্য করে দুটোই প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে চুলের জন্য উপকারীর দুটি উপাদান। চলুন তাহলে এর ব্যবহার বিধি গুলো একটু জেনে নিন

সরিষার তেলঃ সরিষার তেল প্রতিদিন নিয়ম করে মাথায় ব্যবহার করা চুলের জন্য ক্ষতিকারক হতে পারে সরিষার তেল এক থেকে দুই দিন মাথায় রাখলে চুলের গোড়া নষ্ট হতে পারে এবং চুলের দুর্গন্ধ। পাশাপাশি চুলের ময়লা ভাব ও চুলের স্বাস্থ্য নষ্ট করতে পারে। দুই থেকে তিন দিন পর পর সরিষার তেল পরিষ্কার মাথায় ব্যবহার করুন এবং সারাদিন পর অথবা তিন থেকে চার ঘন্টা পর আবারো চুলে। শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

সরিষার তেল ওমেথিঃ সরিষা তেল যেমন উপকারী মেথি আরো বেশি উপকারী চুলের জন্য এই দুই কম্বিনেশনে চুলের গোড়া মজবুত করবে চুল ওঠা বন্ধ করবে চুলকে করবে স্বাস্থ্য উজ্জ্বল ও প্রাণবন্ত যেমনটি যেমনটি আপনি চান। ব্যবহার সাধারণ সরিষার তেলের সাথে কয়েকটা দানা মেথি  ভালোভাবে মিশিয়ে নিন এরপর হালকা তাপে চুলায় কিছুক্ষণ জ্বাল করে নিন চুলের লাগানোর পূর্বে অবশ্যই তেলটি পুনরায় ঠান্ডা করে নিন। এবং প্রতিদিন ঘুমানোর পূর্বে চুলের গোড়ায় গোড়ায় ভালোভাবে লাগিয়ে ম্যাসাজ করুন।

 মেহেদী প্যাকঃ চুলে লাগানোর নিয়ম ভালোভাবে চুল শ্যাম্পু করে নিয়ে শুকানো অবস্থায় মেহেদী অথবা মেহেদীপ্যাক পুরো চুলে ভালোভাবে এপ্লাই করুন এবং ৩০ মিনিট পর ভালোভাবে শ্যাম্পু দিয়ে ক্লিন করে নিন এভাবে সপ্তাহের তিনদিন অথবা দুই দিন ব্যবহার করুন। এতে চুলের গোড়া শক্ত করবে চুলের খুশকি দূর করবে চুলকে করবে মজবুত ও লম্বা ঝলমলে সিল্কি। এক কথায় প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে মেহেদী ও সরিষার তেল। 

সরিষার তেল ও মেহেদি ৭টি উপকারিতা জানুন 

সরিষার তেল ও মেহেদী ব্যবহার নিয়ম সরিষার তেল ও মেহেদী  ব্যবহার করলে যে উপকারিতা গুলো পেতে পারেন সেই সম্পর্কে থাকতে বিস্তারিত আলোচনা। তাই চলুন দেরি না করে জেনে নিই সেই ১০ টি উপকারিতা কি কি চুলের জন্য এবং কি কিভাবে ব্যবহার করলে আমরা সেই উপকারগুলো পেতে পারি। 

  • চুলের খুশকি দূরঃ মাথায় শীতের সময় চুলে প্রচুর পরিমাণে খুশকি ও চুল ওঠা সমস্যা দেখা দেয় সপ্তাহে তিন দিন মেহেদী পাতা ও ডিম মিশিয়ে একটি রেমেডি তৈরি করে ব্যবহার করুন এতে চুলের গোড়া শক্ত করবে চুলের খুশকি দূর করবে এবং চুল পড়া কমাবে।
  • চুল লম্বা করবেঃ অনেকে আছে মাথায় কোন প্রকার চুলে তেল ব্যবহার করলেও চুল লম্বা হয় না চুল ঘনত্ব হয় না নানা রকম টেনশন থাকে তাই প্রতিদিন না পারলেও সপ্তাহে তিন দিন পরিষ্কার তুলে সরিষার তেল ব্যবহার করুন এবং প্রায় তিন থেকে চার ঘন্টা পর ধুয়ে ফেলুন। এতে চুলের গোড়া শক্ত করবে চুল লম্বা করবে চুল ঘনত্ব করবে।
  • চুলের আগা ফাটাঃ চুলের  আগা ফাটলে চুলের সৌন্দর্য নষ্ট হয়ে যায় এবং চুল বাড়া সম্ভব হয় না পাশাপাশি চুলের স্বাস্থ্য নষ্ট হয়ে যায় মূর্খ সূক্ষ্ম দেখায়। এর জন্য সরিষার তেল ও সাথে কিছু দানা মেথি ব্যবহার করুন এতে চুলের আগা ফাটা দূর করবে এবং চুলকে স্বাস্থ্য উজ্জ্বল করবে।
  • অকালে চুল পাকাঃ যাদের বয়সের আগেই চুলের গোড়া পেকে যাচ্ছে বা চুলের সাদা ভাব চলে আসছে তাদের জন্য মেহেদী পাতা ব্যবহার করুন সপ্তাহে তিন দিন সাথে বেশি মুরগির ডিম দুটি ও কাঁচা মেহেদী একসাথে ব্যবহার করলে চুলের অকালপক্ক নষ্ট হবে এবং চুলের সৌন্দর্য বৃদ্ধি হবে।
  • চুল গজানোঃ যাদের মাথায় চুল পড়লে চুল গজায় না এবং চুলের সৌন্দর্য বৃদ্ধি হয় না তাদের জন্য সরিষার তেল ও পেঁয়াজ এটি বেস্ট কম্বিনেশন চুলশ্যাম্পু করে সরিষার তেল ব্যবহার করুন সপ্তাহে দুই দিন। এবং যে জায়গাতে চুলের পরিমাণ খুব কম সেখানে পেয়াজ   ব্লিন্ড করে পেঁয়াজের রস সরিষা তেল একসাথে গরম করে হালকা উষ্ণ গরম করে। রাতে ঘুমানোর পূর্বে প্রতিদিন ব্যবহার করুন এবং সকালে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এবং নিজেই দেখুন রেজাল্ট
  • মাথায় টাক পড়াঃ যাদের মাথায় টাক পড়ে যাচ্ছে  কোনমতে চুল গজাচ্ছে না তাদের জন্য সরিষার তেল মেথি ও কালোজিরা ও পেঁয়াজের রস একটি রেমেডি তৈরি করতে পারেন। এটি দিনে দুইবার ব্যবহার করুন যে জায়গাতে চুল পড়ে গেছে সে জায়গাতে। এবং এভাবে ব্যবহার করুন সাত দিন এবং নিজেই দেখুন রেজাল।
  • বেবি হেয়ার গজানোঃ যাদের চুল পড়ে যাচ্ছে কিন্তু কোন প্রকার চুল বের হচ্ছে না তাদের জন্য মেহেদি পাতা ও ডিম সাথে কেসের পাতা ব্যবহার করুন এতে দ্রুত চুল গজাবে এবং চুলের গোড়া মজবুত করবে।
  • চুলের মেহেদি পাতা ও সরিষার তেল ব্যবহার করলে আশা করি এর উপকার গুলো পাবেন এবং ভালোভাবে ব্যবহার করতে পারবেন কোন নিয়মে ব্যবহার করবেন সম্পূর্ণটা তুলে ধরলাম আশা করি এ বিষয়ে। বুঝতে পেরেছেন

চুলের মেহেদি পাতা লাগানোর নিয়ম

সরিষার তেল ও মেহেদী ব্যবহার নিয়ম চুলে মেহেদি পাতা লাগানোর নিয়ম সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি তবে কিছু সতর্কতা আর কিছু নিয়ম মেনে চললে চুলের আরো উপকার হতে পারে এবং।  সে নিয়ম গুলো অমান্য করলে চুলের ক্ষতিও হতে পারে তোমার তো কোনদিন টাইম হবেনা তোমার তো টাইম হবে না। 
                                 
চুলের-যত্নে-সরিষার-তেল-ও-মেহেদি
মেহেদী ব্যবহারঃ মেহেদী ব্যবহারের পূর্বে অবশ্যই  চুলে ভালোভাবে শ্যাম্পু করে নিন এবং চুলের গোড়ায় গোড়ায় ভালোভাবে মেহেদি পাতা এপ্লাই করুন এভাবে প্রায় এক ঘন্টা রোদে শুকিয়ে নিন। এবং গোসলের পূর্বে অবশ্যই চুলের ভালোভাবে শ্যাম্পু করে ক্লিন করে নিন।
  • মেহেদী ও ডিমঃ ব্যবহারের জন্য প্রথমে একটি পাত্রে দুইটা ডিম ভালোভাবে পরিমাণমতো মেহেদী পাতার গুঁড়া একসাথে ভালোভাবে মিশিয়ে একটি রেমেডি তৈরি করুন এবং। পরিষ্কার চুলের ভালোভাবে এপ্লাই করে 20 মিনিট থেকে ৩০ মিনিট লাগিয়ে রাখুন এরপর ভালোভাবে ম্যাসাজ করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • শুকনো মেহেদী পাতার ব্যবহারঃ মেহেদি পাতার ব্যবহারের জন্য আপনি মেহেদী পাতা শুকনো সংরক্ষণ করতে পারেন এবং সপ্তাহের তিনদিন ব্যবহার করতে পারেন এতে আরো বেশি গুনাগুন রয়েছে। অনেক সময় গাছের পাতা অথবা মেহেদী পাতারপ্যাক পাওয়া যায় না সে ক্ষেত্রে আপনি মেহেদি পাতা শুকিয়ে ভালোভাবে ব্লেন্ড করে। সংরক্ষণ করতে পারেন এবং সপ্তাহে তিন দিন ব্যবহার করুন শুধু সাধারণ পানির সাথে মেহেদি পাতার গুড়া ব্যবহার করতে পারেন।
  • মেহেদি পাতা ও জবা ফুলঃ মেহেদি পাতা ওজবা ফুল একসাথে ভালোভাবে একটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিন এবং গোসলের পূর্বে ৩০ থেকে ৪০ মিনিট পুরো চুলে ভালোভাবে এপ্লাই করুন। এবং চুলের গোড়ায় গোড়ায় ভালোভাবে এপ্লাই করে এক ঘন্টা অথবা ৪০ মিনিট মতো। রোদে শুকিয়ে নিন এবং এভাবে তারা ১৫ দিন সপ্তাহে একদিন ব্যবহার করুন এগোতে ফুলের গোড়ার শক্ত করবে ফুল পড়া কমাবে এবং চুল করবে স্বাস্থ্য উজ্জ্বল ।
  • মেহেদি পাতা মেথি কালোজিরা জবা ফুল এর ব্যবহার ভালোভাবে একটি ছেলের সাথে মিশে নিন এবং তেলটি চুলায় হালকা  তাপে গরম করে নিন এরপর তেলটি তুলে ব্যবহারের পূর্বে অবশ্যই একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে এবং তেলটি ব্যবহারের পূর্বে ঠান্ডা করে নিন এভাবে প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে। চুলের গোড়ায় গোড়ায় ব্যবহার করুন।

চুলের যত্নে মেহেদি ও ডিম

সরিষার তেল ও মেহেদী ব্যবহার নিয়ম  চুলে মেহেদি পাতা ও ডিম প্রাকৃতিকভাবে চুলে কন্ডিশনিং করে এবং চুলকে করে স্বাস্থ্য উজ্জ্বল সিল্কি তবে কিছু ব্যবহারবিধি ও নিয়ম আছে সে সম্পর্কে একটু জলন্ধন জেনে নিয়ে কিভাবে ব্যবহার করবেন। মেহেদি পাতা ও ডিম
  • মেহেদি পাতা ও ডিমঃ বেশি মুরগির দুইটা ডিম সাথে কিছু মেহেদি পাতার গুড়া ও সাথে কিছুটা মেথি দানার গুড়া ভালোভাবে মিশে নেই এরপর পরিষ্কার চুলে লাগিয়ে রাখুন এক ঘন্টা এরপর নরমাল শ্যাম্পু দিয়ে ভালোভাবে ক্লিন করে নিন এভাবে সপ্তাহে তিন দিন ব্যবহার করুন। এতে চুল পড়া কমাবে চুলের গোড়া শক্ত করবে চুলের খুশকি দূর করবে এবং চুলকে প্রাকৃতিকভাবে কন্ডিশনিং করবে
  • ডিমের ব্যবহারঃ ডিমের ব্যবহার ডিম ভালোভাবে একটি পাত্রে মিশিয়ে নিন এরপর পুরো চুলে ভালোভাবে এপ্লাই করুন এবং প্রায় 30 মিনিট মতো চুলে রাখুন। এরপর ৩০ মিনিট পর নরমাল শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন।
  • ডিম ও মেথির ব্যবহারঃ ডিমের সাথে কিছু পরিমাণ মেথির গুড়া ব্যবহার করুন একটি চুলে লাগিয়ে রাখুন এক থেকে দেড় ঘন্টা এবং চুলের শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
  • চুল পড়া বন্ধ করেঃ নিয়ম করে মেহেদি পাতা ও ডিম ব্যবহার করলে  চুলপড়া বন্ধ করবে এবং চুলের গোড়া শক্ত করবে।

কালো চুলে মেহেদি দিলে কি হয়

  •  কালো চুলের মেহেদী পাতা ব্যবহার করলে উপকারিতা গুলো পেতে পারেন যেমন কালার বাদামি হবে এবং চুলের গোড়া শক্ত করবে। চুলের স্বাস্থ্য ঠিক রাখবে চুলের ওঠা বন্ধ করবে চলুন তাহলে জেনে কিভাবে তুলে ব্যবহার করবেন মেহেদি পাতা।
  • চুলকে কন্ডিশনিং করেঃ মাঝেমধ্যে মেহেদি পাতা ব্যবহার করলে চুলের গোড়া শক্ত করে এবং চুলের স্বাস্থ্য ঠিক রাখে এবং চুলকে কন্ডিশনিং করে।
  • মাথার ত্বক ভালো থাকেঃ মাথায় খুশকি বা ত্বকের কোন সমস্যা দূর করে মেহেদি পাতা এবং চুলের স্বাস্থ্য ঠিকঠাক রাখে পাশাপাশি চুলের কালার ঠিক রাখে এবং অকালে চুল পাকা রোধ করে।
  • সরিষার তেলের ব্যবহারঃ মাঝেমধ্যে একদিন দুদিন পর সরিষার তেলের ব্যবহার করুন এবং তিন থেকে চার ঘন্টা পর   ধুয়ে ফেলুন এতে চুলের গোড়া শক্ত করবে নতুন চুল গজাবে এবং চুলের প্রাকৃতিকভাবে কন্ডিশনিং করবে।

চুলের মেহেদি প্যাক

চুলের যত্নে সরিষার তেল ও মেহেদী চুলের যত্নে মেহেদি পাতার প্যাক ব্যবহার করুন ব্যবহার বিধি ও নিয়ম গুলো বিস্তারিত দেওয়া হল। আশা করি আপনারা সেই ব্যবহার বিধি নিয়ম অনুযায়ী চুলে ব্যবহার করতে পারেন মেহেদি পাতার প্যাক।

মিশ্রণঃ মেহেদি পাতার গুড়া পানি আপনি চাইলে গরম পানি অথবা ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই গরম পানি ব্যবহার করার পূর্বে হালকা উষ্ণ গরম ব্যবহার হতে হবে। পাশাপাশি লেবুর রস চুলের ব্যবহারিক যোগ্য মনে করে এবং সাথে টক দই ডিম ব্যবহার করতে পারেন সাথে নারিকেল তেল অথবা সরিষার তেলের সাথেও ব্যবহার করতে পারেন মেহেদি পাতার প্যাক।

ব্যবহার বিধিঃ ব্যবহারের পূর্বে অবশ্যই চুল শ্যাম্পু করে পরিষ্কার করে নিন এরপর  চুলকে ভালোভাবে চিরুনি দিয়ে আঁচড়ে নিন এবং পুরো চুলে ভালোভাবে মেহেদি পাতা অথবা ডিম সাথে লেবুর রস এবং টক দই দিয়ে আপনার। ব্যবহারবিধি অনুযায়ী ব্যবহার করতে পারেন আপনার খুলে যতটুকু যে জিনিসটা প্রয়োজন ঠিক ততটুকু ব্যবহার করতে পারেন।

যাদের লেবুতে এলার্জি রয়েছে তারা অবশ্যই লেবু এভয়েড করে চলবেন সাথে টক দই ব্যবহার করতে পারেন অথবা নারিকেল তেল অথবা সরিষার তেল সাথে এড করে ব্যবহার করতে পারেন। এরপর প্রায় দুই ঘন্টা থেকে আড়াই ঘণ্টা মতো চুলায় রেখে দিতে পারে যদি চুলে বেশি পরিমাণ কালার চান তাহলে অবশ্যই মেহেদি গুড়া। বেশি ব্যবহার করতে পারেন এবং বেশি সময় চুলে রাখতে পারেন।

চুলের গোড়া করবে শব্দ চুলকরবে মজবুত ও শক্ত পাশাপাশি চুল সিল্কি ও চুলের স্বাস্থ্য সুন্দর চুল হবে লম্বা ঘন ও প্রাণবন্ত যেমনটি আপনি চান। আর কালার করার অবশ্যই আপনি শুধু মেহেদী পাতা গরম পানির সাথে ব্যবহার করতে পারেন এবং বেশি সময় ধরে তুলে রাখতে পারেন।

চুলের যত্নে নারিকেল তেল নাকি সরিষার তেল

চুলের যত্নের সরিষার তেল ও মেহেদী চুলের যত্নে নারিকেল তেল ও সরিষার তেলের ব্যবহারের উপকারিতা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব।চলুন তাহলে জেনে নিই নারিকেল তেল ব্যবহার করবেন নাকি সরিষার তেল। নারিকেল তেল ও সরিষার তেল চুলের জন্য দুটোই জনপ্রিয় অত্যন্ত কার্যকরী দুটোর কাজ দুই রকম ভাবে। তবে চুলের জন্য দুটো উপকারী চলুন তাহলে জেনে নিই সে সম্পর্কে বিস্তারিত আলোচনা
  • নারিকেল তেলঃ নারিকেল তেলের প্রচুর পরিমাণে ভিটামিন ও প্রাকৃতিক কন্ডিশনার রয়েছে যার চুলের গোড়ার শক্ত করে  চুলকে  সিল্কি ও সুন্দর   মশ্চারাই  করে।  বহু যুগ আগ থেকেই    নারিকেল তেল মানুষ ব্যবহার করে চুলে। আর চুলকে সুন্দর করে তুলতে ব্যবহার করা হয় নারিকেল তেল।
  • নারিকেল  তেল চুলের গঠন সুন্দর করে এবং  চুলের যে অ্যান্টি ফাংগাল অ্যান্টি অক্সিডেন্ট ও ফ্যাটি এসিড রয়েছে তার চুলের গঠনকে সৌন্দর্য করে তোলে এবং চুলের সৌন্দর্য বাড়িয়ে তোলে। চুলের গোড়ার শক্ত করে এবং মাথার ত্বক সুন্দর রাখে নারিকেল তেল।
  • সরিষার তেলঃ । সরিষার তেল চুলের ব্যবহার করলে চুলের গোড়া শক্ত করে নতুন চুল গজাতে সাহায্য করে এবং মাথায় রক্ত সঞ্চালন ঠিক ঠাক রাখে। এবং প্রাকৃতিক ভাবে চুলের কন্ডিশনিং করে। অনেকেই আছেন মনে করেন তাদের চুলের গোড়া শক্ত হয় না দুদিন পর পর চুল উঠে যাচ্ছে এবং নতুন চুল গজাচ্ছে না।
  • এমন সমস্যা দেখা দিলে অবশ্যই চুলের গোড়া চুলের গোড়ায় সরিষার তেল ও মেথি ভালোভাবে একসাথে মিশিয়ে হালকা গরম চুলায় তেলটি ভালোভাবে গরম করে নিয়ে কিছুক্ষণ পর ঠান্ডা করে প্রতিদিন ঘুমানোর পূর্বে রাতে চুলের ব্যবহার করতে পারেন সরিষার তেল ও মেথি। এতে নতুন চুল গজাবে চুলের গোড়া শক্ত করবে চুলের খুশকি দূর করবে এবং ফুলের বেবি হেয়ার গজাবে এবং চুলকে করবে লম্বা।
  • সরিষার তেল ও নারিকেল তেল চুলের জন্য দুটোই উপকারী এবং উপযুক্ত তেল তবে অবশ্যই এর নিয়ম নীতি ব্যবহারবিধি নিয়ম করে ব্যবহার করলে অবশ্যই চুলের জন্য ফলাফল ভালো পাবেন।

চুল পড়া বন্ধ করার হেয়ার প্যাক

চুল পড়া বন্ধ করার জন্য হেয়ার   প্যাক ব্যবহার করতে পারেন ঘরে বসে ঘরোয়া টিপস দিয়ে হেয়ার প্যাক তৈরি করুন এবং চুলে ব্যবহার করুন এবং নিজের রেজাল্ট দেখুন। চলুন তাহলে বাসায় কিভাবে হেয়ার প্যাক তৈরি করবেন এবং সেই হেয়ার প্যাক কোন নিয়মে ব্যবহার করবে।

প্যাক তৈরির নিয়মঃ কিছু মেহেদী পাতা ভালোভাবে শুকিয়ে নিন এবং একটি ব্লেন্ডারের সাহায্যে গুড়ো করে নিন এবং একটি ছাঁকনির সাহায্যে ভালোভাবে  ছেঁকে  নিন। এবং সাথে কিছু জবা , ফুল কয়েক দানা মেথি , কালোজিরা , লবঙ্গ , কালো মেথি , একসাথে ভালোভাবে শুকিয়ে ব্লেন্ডারের সাহায্যে  গুড়ো করে নিন। এরপর এটি এপ্লাই করতে পারেন চুলে জাদুকরের টিপস হিসেবে কাজ করতে পারে চুলের জন্য। চলুন তাহলে জেনে নিয়ে ব্যবহার বিধি গুলো কিভাবে ব্যবহার করবেন

ব্যবহারবিধিঃ হেয়ারকাটগুলো ভালোভাবে একটি পাত্রে নিয়ে হালকা উষ্ণ গরম পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিন একটি রেমেডি তৈরি করুন এরপর শ্যাম্পু করা চুলে পরিষ্কার তুলে পুরো চুলে এপ্লাই করুন গোড়ায় গোড়ায় এবং ভালোভাবে ম্যাসাজ করে লাগিয়ে রাখুন এক ঘন্টা। এভাবে সপ্তাহে তিন দিন ব্যবহার করুন ।

এই ইয়ার প্যাক এবং শুকিয়ে গেলে নরমাল পানি ও শ্যাম্পু দিয়ে ভালোভাবে ক্লিন করে নিন এভাবে তিন দিন ব্যবহার করুন। এবং নিজেই রেজাল্ট দেখুন সাত দিনের চুলের গোড়া শক্ত করবে নতুন চুল গজাবে চুলকে সিল্কি করবে এবং চুলের আগা ফাটা দূর করবে। চুলের রুক্ষতা দূর করবে

সরিষার তেল ও মেথি ব্যবহার 

কিভাবে ব্যবহার করবে সরিষা তেল ও মেথি চলুন তাহলে আপনাদেরকে আজকে আমরা আলোচনা করে জানাবো কিভাবে সরিষা তেল ও মেথি ব্যবহার করবেন। আর সরিষার তেল মেথি ব্যবহার করলে চুলে কি কি উপকারিতা পাওয়া যায় সে সম্পর্কে একটু জেনে নেই।
                            
চুলের-যত্নে-সরিষার-তেল-ও-মেহেদি

  • সরিষা তেল মেথিঃ একটি পাত্রে খাঁটি সরিষার তেল নিন এবং কয়েক দানা মেথি ভালোভাবে সারারাত ভিজিয়ে রাখুন এবং সেই তেলটি প্রতিদিন সকালে অথবা বিকালে। ব্যবহার করতে পারেন সপ্তাহে তিন দিন এতে চুলের গোড়া শক্ত করবেন নতুন চুল গজাবে এবং চুলের আগা ফাটার রুক্ষতা দূর করবে।
  • মেথি কালোজিরা সরিষার তেলঃ যেভাবে ব্যবহার করবে একটি পাত্রে সরিষার তেল নিয়ে গরম চুলায় মেথি কালোজিরা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন যতক্ষণ না সোনালী বর্ণের হয়। এরপর তেলটি ভালোভাবে একটি ছাঁকনির সাহায্যে ছেকে নিন।
  • তেলটি ব্যবহার করার পূর্বে অবশ্যই তেলটি ঠান্ডা করে নিন এবং প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে চুলের গোড়ায় গোড়ায় মেসেজ করতে পারেন এতে। চুলের আগা ফাটা চুলের গোড়া নষ্ট হওয়া এবং চুলের খুশকি হওয়া দূর করবে এবং চুলের ত্বক সুন্দর করবে।
  • মেথির জবাব ফুল ও সরিষার তেল ব্যবহারঃ একটি পাত্রে সরিষার তেল মেথি এবং সাথে কিছু জবা ফুল পেস্ট এবং কালোজিরা মেথি ভালোভাবে ভিজিয়ে রাখুন সারারাত এবং সেই তেলটি গোসল করার পূর্বে এক ঘন্টা লাগিয়ে রাখুন প্রতিটি চুলের গোড়ায় গোড়ায় ভালোভাবে ম্যাসাজ করুন।
  • এরপর ১ ঘন্টা পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন এবং নিজেই রেজাল্ট দেখুন এভাবে 15 দিন সপ্তাহে দুই দিন ব্যবহার করুন এবং উপকার নিজেই দেখুন। 

সরিষা তেল লাগানোর নিয়ম

 সরিষার তেল চুলে ব্যবহার করলে আমরা জানি অনেক উপকার পাওয়া যায় কারণ খাঁটি সরিষার তেল তুলে ব্যবহার করে চোরের গোড়া শক্ত হয়। চুল কালো হয় চুলের খুশকি দূর হয় চুলের রুক্ষতা দূর করে কিন্তু আমরা কি সঠিক নিয়ম জানি আসলেই কি তেল কিভাবে ব্যবহার করতে হয় সেই সঠিক নিয়ম টা কি আমাদের সকলের জানা অবশ্যই না।
  • তাই চলুন সরিষার তেল কিভাবে লাগালে দ্রুত উপকার পাওয়া যাবে এবং কোন নিয়মে ব্যবহার করলে চুলের বেশি উপকার পাওয়া যায় সে সম্পর্কে একটু জেনে নেই তাই পুরো আর্টিকেলটি আমরা মনোযোগ সহকারে পড়তে থাকি। 
  • ব্যবহারবিধিঃ সপ্তাহে তিন দিন ব্যবহার করুন সরিষার তেল অবশ্যই সরিষার তেল খাঁটি হতে হবে বাজার থেকে কিনে নিয়ে আসেন তাহলে অবশ্যই এটা খাঁটি কি ভেজাল সেটা জেনে নিবেন। কারণ ভেজাল সরিষার তেল মাথায় দিলে চুলের গোড়া নষ্ট হতে পারে চুলের চিকচিটে ভাব ময়লা ধরে চুল নষ্ট করতে পারে।
  • প্রথমে সরিষার তেল একটি পাত্রে নিন এবং হালকা গরমে একটু উষ্ণ গরম করে নিয়ে চুল শ্যাম্পু করে পরিষ্কার করে নিন এরপরে পুরো চুলে গোড়ায় ভালোভাবে অ্যাপ্লাই করুন। এবং তিন থেকে চার ঘন্টা পর আবারো ভালো শ্যাম্পু দিয়ে ক্লিন করে নিন। অবশ্যই এটা মাথায় রাখতে হবে চুলের গোড়ায় গোড়ায় ভালোভাবে এপ্লাই করতে হবে এবং কোনভাবেই এক থেকে দুই দিন সরিষার তেল মাথায় ব্যবহার করে রেখে দেওয়া যাবে না।
  • ব্যবহারবিধেঃ চুলের ব্যবহার করার পূর্বে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যেন চুলগুলো ভালোভাবে ঝড়ঝড়ে এবং পরিষ্কার হয় তা না হলে ময়লা চুলে যদি কোন ভাবে সরিষার তেল ব্যবহার করেন তাহলে চুলের গোড়া নষ্ট হতে পারে এবং চুলের রুক্ষতা ফিরে আসবে তাই অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করবে চুলকে ভালোভাবে শ্যাম্পু করে নিতে। এবং ব্যবহারের শেষে ভালোভাবে শ্যাম্পু করে পরিষ্কার করে নিন।

সরিষার তেল লাগানোর সতর্কতা

সরিষার তেল লাগানোর সতর্কতা কোন কিছু যেমন অতিরিক্ত ভালো নয় ঠিক তেমনি প্রত্যেকটা জিনিসের ভালোমন্দ দিক রয়েছে তাই চলুন সে ভালো মন্দ দিকগুলো অবশ্যই যাচাই করি। সরিষার তেল যেমন উপকারী ঠিক তেমনি এর ক্ষতিকারক দিক রয়েছে এর ক্ষতিকারক দিক গুলো কি কি সে সম্পর্কে একটু জেনে নিন।
  • এলার্জির সমস্যাঃ যাদের এলার্জির সমস্যা রয়েছে অনেকের আছে সরিষার তেলের গন্ধ শুকতে পারেনা বা ঝাঁজালো গন্ধে অস্বস্তি বা অসুস্থ বোধ করে। তাদের ক্ষেত্রে অবশ্যই সরিষার তেল ব্যবহারের পূর্বে সতর্ক থাকা প্রয়োজন।
  • ব্যবহার বিধিঃ অতিরিক্ত তেল প্রতিদিন সরিষার তেল খুলে ব্যবহার করা চুলের জন্য ক্ষতিকারক প্রতিদিন সরিষার তেল ব্যবহার না করে মাঝেমধ্যে এক থেকে দুই দিন সপ্তাহে ব্যবহার করুন এবং। দুই থেকে তিন ঘন্টা মাথার চুলে রাখুন এবং এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
  • গর্ভবতী নারীদের জন্যঃ ডাক্তারের পরামর্শ ছাড়া সরিষার তেল চুলে বা ব্যবহার করা সঠিক পরামর্শ নয় তাই ডাক্তারি পরামর্শ অনুযায়ী সরিষার তেল ব্যবহার করুন।
  • যাদের হৃদরোগের ঝুঁকি রয়েছেঃ যাদের হৃদরোগের ঝুঁকি রয়েছে বা সরিষার তেলের ঝাঁঝালো গন্ধ দম বন্ধ বোধ করে তাদের ক্ষেত্রে সরিষার তেল ব্যবহার করা ঝুঁকিপূর্ণ।

FAQ/প্রশ্ন সরিষার তেল ও মেহেদী ব্যবহারে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর

প্রশ্নঃ সরিষা তেলে কি কি ভিটামিন রয়েছে?
উত্তরঃ সরিষা তেলে ভিটামিন এ ভিটামিন ডি ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম

প্রশ্নঃ প্রতিদিন কি মেহেদী পাতা ব্যবহার করা যায়?
উত্তরঃ না প্রতিদিন মেহেদী পাতা ব্যবহার করলে চুলের গোড়া নষ্ট হতে পারে ফুলের স্বাস্থ্য নষ্ট হতে পারে এবং চুলের গোড়ায় ময়লা জমতে পারে।

প্রশ্নঃ মেহেদি পাতা ও সরিষার তেল কোনটি বেশি উপকার?
উত্তরঃ সরিষার তেল চুলের জন্য বেশি উপকারী কারণ তেল ছাড়া চুলের কোন উপকার নেই আর মেহেদি পাতা চুল গজানো বা চুলের গোড়া শক্ত করার জন্য উপযোগী। অতএব দুটোই চুলের জন্য প্রয়োজনীয়

প্রশ্নঃ মেহেদি পাতা মেথি ব্যবহার কিভাবে করা যায়?
উত্তরঃ মেহেদি পাতা সাথে মেথি ভালোভাবে একটি ব্লেন্ড করে চলে ভালোভাবে এপ্লাই করে আধাঘন্টা পর ধুয়ে ফেলুন এতে চুলে চুল কে করবে সিল্কি।

 প্রশ্নঃ সরিষার তেল দিলে কি চুল গজায়?
উত্তরঃ হা যাদের চুল পড়ে যাচ্ছে চুল বাজাচ্ছে না সপ্তাহে তিন দিন ভালোভাবে সেই চুল পড়া জায়গায় সরিষার তেল ব্যবহার করুন এতে চুল পড়া বন্ধ হবে এবং চুল গজাবে।

প্রশ্নঃ সরিষার তেলের সাথেকি মেহেদি পাতা ব্যবহার করা যায়?
উত্তরঃ ব্যবহার করা যায় তবে চুলকে আগে শ্যাম্পু করে নিয়ে ভালোভাবে এপ্লাই করে আধাঘন্টা ৪০ মিনিট পর শুকিয়ে আবারও শ্যাম্পু করে ধুয়ে নিন।

প্রশ্নঃ তুলে মেহেদি পাতা লাগালে কি কি উপকারিতা রয়েছে? 
উত্তরঃ চুলের মেহেদী পাতা লাগালে চুলের গোড়া শক্ত করে নতুন চুল গজায় চুলকে ঝলমলে স্বাস্থ্যজ্জল করে। চুলের  অকালে পেকে যাওয়া দূর করে।

শেষ কথাঃ চুলের যত্নে সরিষা তেল ও মেহেদি

চুলের যত্নে সরিষার তেল ও মেহেদী উপরোক্ত আলোচনা থেকে বলতে পারি এবং আশা করি আপনারা আজকের আর্টিকেলটি পড়ে চুলের যত্নে সরিষার তেল ব্যবহার ও মেহেদী পাতার ব্যবহার কিভাবে করবেন। সেই সম্পর্কে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আশা করছি সেই নিয়মে চুলে সরিষার তেল মেহেদি পাতা ব্যবহার করবেন।

এবং চুলের যত্নে সরিষা তেল ব্যবহার করার জন্য  কোন প্রকার প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না আশা করি কোন প্রশ্ন করলে আপনাদের সেটা আমি ভালোভাবে বোঝাতে পারবো।

নিত্য নতুন বিউটি টিপস স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথে থাকুন এবং ফরিদা আইটি ওয়েব সাইটটি প্রতিদিন ভিজিট করুন আবারও নিত্য নতুন আর্টিকেল নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url